লালমনিরহাট জেলার পরিচিত একটি ইউনিয়নের নাম বড়বাড়ী, যা লালমনিরহাট সদরে অবস্থিত।
বড়বাড়িতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, সংগঠন থাকলেও নেই একটি শহীদ মিনার।
১৯৭৪ সালে স্থাপিত নামমাত্র একটি শহীদ মিনার থাকলেও এখনও জরাজীর্ণ অবস্থায় আছে সেটি। দীর্ঘ ৪৭ বছরে শহীদ মিনারটির সংস্করণে নেয়া হয়নি কোনো উদ্যোগ।
স্থানীয় টিপু সুলতান নামে একজন জানান, “সম্ভবত ১৯৭৪ সালের দিকে আমরা ১০/১২ জন যুবক মিলে এই শহিদ মিনার টি স্থাপন করেছিলাম।
যা পরবর্তিতে ব্যাপক সাড়া ফেলছিল, মানুষ দূর থেকে এসে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করত।
অনেক বছর এভাবে চলছিল, প্রায় ২০০০ সালের পূর্ব থেকে এটি আর সংস্কার করা হয় নাই। এভাবে ধীরে ধীরে ধ্বংসপ্রায় হয়ে গেছে এ শহিদ মিনারটি।
বড়বাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, ইয়াসিন আলী মোল্লা পিপলস টিভি কে বলেন, বড়বাড়ীতে একটি শহিদ মিনার স্থাপন সময়ের দাবি।
এখন উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন এবং বাঙ্গালীর গৌরবগাঁথা ইতিহাস সস্পর্কে জানা এবং শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য হলেও একটা শহীদ মিনার দরকার।
এলাবাসী বলেন, ১৯৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্যেই স্বাধীনতার বীজ নিহিত ছিল। সেই মহান শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, ২১ শে ফেব্রুয়ারি তে ফুল দিতে দূর দূরান্তে যেতে হয় আমাদের, যা আমাদের জন্য স্যতিই বড় দূর্ভাগ্যের, আমরা দাবি জানাই বড়বাড়ীতে একটা শহীদ মিনার স্থাপন করা হোক।
Design & Developed BY: POPULARIT.XYZ
Leave a Reply