যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন কামালা হ্যারিস।
ফেব্রুয়ারির শীতে আইওয়া ককাসের ভোটের ফলাফল জো বাইডেনের পক্ষে ছিলো না। ফলে, শুরুটা কঠিনই হয়েছিল তার। ২০২০-র প্রেসিডেন্ট পদে সত্যি সত্যি তিনি প্রার্থী হতে পারবেন কী না তা নিয়েও ছিলো সংশয়। বলা যায় তিনি ছিলেন বাতিলের খাতায়।
অথচ প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবনে হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্নই তিনি লালন করে আসছেন। বিশ্লেষকরা বলছেন এটাই হয়তো তার স্বপ্ন পূরনের শেষ চেষ্টা ছিলো।
প্রাইমারি নির্বাচনে তিনি ছিলেন বেশ আবেগ তাড়িত। ছেলের মৃত্যু, অভাব অনটনের কথা অকপটে বলেছেন জনতার সামনে। তিনি বরাবর বিশ্বাস করতেন সব সময়ই আশা আছে।
সত্যি, আশা মানুষকে অনেক এগিয়ে নেয়।
Design & Developed BY: POPULARIT.XYZ
Leave a Reply