আজ সন্ধ্যায় সামাজিক সংগঠন পথ এর আয়োজনে লালমনিরহাট শহরের শ্রীশ্রী দক্ষিণ কালীমন্দির শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও শনিদেব মন্দিরের ভক্তদের মাঝে ৬শত মাস্ক বিতরণ করা হয়।
এসময় শ্রী শ্রী গৌরীশংকর গোসলা সোসাইটির সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র বর্মন, পুরোহিত শিবরাম গোস্বামী, সামাজিক সংগঠন পথ এর সভাপতি তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল, সাধারণ সম্পাদক শহিদ ইসলাম সুজনসহ সংগঠনের সদস্য বৃন্দ ও সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ইউরোপীয়ন ইউনিয়ন ও হেলভাটেস এর অর্থায়নে রুপান্তরের সহযোগীতায়, বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় পদ সংগঠনের আয়োজনে সদর উপজেলার আরো ২৫ ধর্মীয় উপাসনালয়ে মাস্ক বিতরণ করা হবে।
Design & Developed BY: POPULARIT.XYZ
Leave a Reply